রাজন্য রুহানি, জামালপুর : স্বাধীনতাপ্রাপ্তির ৫৩ বছর অতিক্রান্ত হলেও মানবাধিকার প্রতিষ্ঠায় কোনো অগ্রগতি নেই। এতবছরেও দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হয়নি। সরকার আসে সরকার যায়, মানবাধিকার লঙ্ঘনের মাত্রা শুধু বাড়তেই থাকে।

আজ মঙ্গলবার সকালে দয়াময়ী মোড়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। 'আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই' প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় দিবসটি।

বক্তারা আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন হলে খুন, গুম, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, দখল, চাঁদাবাজিসহ দুর্বৃত্তায়ন প্রক্রিয়ার গতি প্রবল হয়। মিথ্যা মমলা দিয়ে নিরাপরাদ মানুষকে হয়রানি, অগ্নিসংযোগ, লুটপাটের ধারাবাহিকতা বন্ধ হয়নি। মবজাস্টিসের ভয়ঙ্কর আগ্রাসন এখনো চলছে। অবাধ দুর্নীতি, বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ নগ্নভাবে জাতি দেখে আসছে। এ অবস্থা চলতে থাকলে মহান স্বাধীনতা ও জুলাই, আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ভুলুণ্ঠিত হবে।

অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মনিরুল হক নোবেল, বেকার সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আয়নাল হক, এইচআরডি নেটওয়ার্ক জামালপুর জেলা কমিটির সদস্য সচিব আরজু আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস।

মানববন্ধন শেষে বিভিন্ন সংগঠন ব্যনার, ফেস্টুনসহকার শোভাযাত্রা বের করে। শহর প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

এখানে সংক্ষিপ্ত সমাবেশে হিউম্যান রাইটস নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম কর্মসূচিতে সক্রিয় অংশ নেয়ার জন্য সকল সংগঠন ও তাদের প্রতিনিধিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

(আরআর/এসপি/ডিসেম্বর ১০, ২০২৪)