কুষ্টিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের খুলনা বিভাগীয় প্রধান সোহেল পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, দেশটিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার নাহিদ হাসান তিতাস, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সাংগঠনিক সম্পাদক জাফর উল্লাহ প্রমুখ সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সব অপকর্মের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে। অনিয়ম ও দুর্নীতি রুখে দিতে সবার সম্মিলিত হয়ে কাজ করতে হবে। আমাদের সমাজে নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়ে থাকে। নারীরা যদি অর্থনৈতিভাবে স্বাবলম্বী হয় তাহলে এই নারী নির্যাতনের হার অনেকাংশ কমে যাবে। নারীরা যেন আগামীতে বৈষম্যের শিকার না হয় সেজন্য সমাজের সকল ব্যক্তি ও সংগঠনকেও এগিয়ে আসতে হবে। এছাড়াও কোথাও মানবাধিকার লঙ্ঘন হলেই সেখানে সবাইকে একযোগে কাজ করতে হবে। সবার সচেতনতায় সংরক্ষিত হবে মানবাধিকার, এতেই মিলবে সুন্দর সমাজ।
(এমজে/এসপি/ডিসেম্বর ১০, ২০২৪)