টাঙ্গাইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে নানা আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা পুলিশের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
এ সময় জেলা পুলিশের কর্মকর্তা, পুলিশসদস্য সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তারা বলেন, আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী সদা সর্বদা সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো। দেশের স্বার্থে আমরা সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। ভবিষ্যতে আমরা মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোন কাজে জড়িত হবো না।
(এসএম/এসপি/ডিসেম্বর ১০, ২০২৪)