ঈশ্বরদী প্রতিনিধি : সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সারসহ অন্যান্য সামগ্রী বিক্রি করায় ঈশ্বরদীতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালিত করে।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, পৌর শহরের মৌসুমি এন্টারপ্রাইজকে বেশি দামে সার বিক্রয়, ভাউচার ও স্টক রেজিস্ট্রার না থাকায় ৩০ হাজার টাকা, মুলাডুলি বাজারে মেসার্স মন্ডল এন্ড ব্রাদার্স বেশি দামে সার বিক্রয় করার অপরাধে ১২ হাজার টাকা, একই বাজারে ওষুধের দোকানে লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ঈশ্বরদী গুড় বাজারে আমজাদ গুড়ের দোকানে ভেজাল গুড় বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা এবং কাঁচা বাজারে আলুর দাম বেশী রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানের সময় সহায়ক হিসেবে শাহিনুর রহমান, ঈশ্বরদী থানা পুলিশ ও জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ১০, ২০২৪)