স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : ‘রাজপথে ছিলাম, অনেকবার জেলে গিয়েছি। জেলে থেকে ছাড়া পেয়ে বাড়িতে না গিয়ে রাজপথে এসে মিছিল করেছি। তবুও রাজপথ ছেড়ে যাই নাই।’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের মাঝে শীত কম্বল বিতরণ করার আগে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অধ্যাপক মামুন মাহমুদ।

এসময় তিনি আরও বলেন, একদিনে হটাৎ করে এসেই সংসদ সদস্য হতে চাই নাই। মানুষের সঙ্গে ৪২ বছরের নিবিড় সম্পর্কের দাবি নিয়ে যদি দাড়াই যে আমাকে যদি সংসদ সদস্য বানান তাহলে আমি আরো বেশি করে আপনাদের সেবা করতে পারবো।

১০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আজ সোমবার বিকালে চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের মাঝে শীত কম্বল বিতরণের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ১০ নং ওয়ার্ড বিএনপি মোঃ লিয়াকত আলী (লেকু) 'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি অধ্যাপক মামুন মাহমুদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সভাপতি ৭নং ওয়ার্ড বিএনপি হাজী ইন্জিনিয়ার মোশাররফ হোসেন, আহবায়ক ফতুল্লা থানা আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদ শরিফ হোসেন, সভাপতি ৯নং ওয়ার্ড বিএনপি বাবুল প্রধান, সভাপতি ২নং ওয়ার্ড বিএনপি জাহাঙ্গীর আলম, সভাপতি ৩নং ওয়ার্ড বিএনপি আফজাল হোসেন, সভাপতি ১নং ওয়ার্ড বিএনপি গাজী মনির হোসেন, সভাপতি ৮নং ওয়ার্ড বিএনপি শামসুদ্দিন শেখ সহ প্রমুখ।

এসময় প্রায় ৩০০ হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়।

(এস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)