হালুয়াঘাটে ভারতীয় মদসহ ২ আসামি গ্রেপ্তার
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় মদসহ মাদক মামলার ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার গোপন সুত্রের খবরে ১০ বোতল ভারতীয় মদসহ মোঃ জোবায়েদ হোসেন (২৮) ও মোঃ রফিকুল ইসলাম (৫০) কে ১২ বোতল ভারতীয় মদসহ গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তার জোবায়েদ হালুয়াঘাট থানার পশ্চিম পাগলপাড়া এলাকার জইমত আলী ওরফে জুলমত আলীর ছেলে। এবং রফিকুল কোতোয়ালী মডেল থানার চর গোবিন্দ এলাকার মৃত হাছেন আলীর ছেলে।
এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা রজ্জু করা হয়েছে বলে ওসি আবুল খায়ের উত্তরাধিকার ৭১ নিউজকে জানান।
(এনআরকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)