কাপাসিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার
সঞ্জীব কুমারদাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত শনিবার রাতে উপজেলার চাঁদপুর বাজার এলাকা থেকে জনতা আটক করেকাপাসিয়া পুলিশের কাছে সোর্পদ করা হয়। পরে পুলিশ তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেপ্তার যুবলীগ নেতার নাম মোহাম্মদ আব্দুল গাফ্ফার (৫০)। তিনি দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। রানীগঞ্জ নাজাই গ্রামের মৃত আব্দুল তাহেরের ছেলে তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, কাপাসিয়া থানায় দায়ের হওয়া মামলায় আবদুল গাফফার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গত ৪ আগস্ট কাপাসিয়া ফকির মজনু শাহ সেতু এলাকায় ছাত্র জনতার ওপর হামলার চালানোর অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল বলেন, গ্রেপ্তার যুবলীগ নেতাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
(এসকেডি/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)