স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ফরম্যাটের পর এবার শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি।আগামী ১১ ডিসেম্বর টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। ফাইনাল হবে ২৩ ডিসেম্বর।

টুর্নামেন্ট শুরুর আগে এবার জানা গেল এনসিএল টি-টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।খুলনা বিভাগের হয়ে মাঠ মাতাবেন তিনি, বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল। দুবাই থেকে দেশে ফিরেই টিমে যোগ দেবেন তামিম।

আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবে স্বীকৃতি পেয়েছে এনসিএল টি-টোয়েন্টি। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)