মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের পাচখোলা এলাকায় বৈধ কাগজপত্র না থাকায় একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

আজ সোমবার দুপুরে মাদারীপুরের পাঁচখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল। এসময় অভিযানে অংশ নেন সেনাবাহিনীর একটি দল, ফায়ার সার্ভিস, থানা পুলিশসহ পরিবেশ অধিদফতর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় আনোয়ার খান বিকস্ নামের একটি ইটভাটার বৈধ কাগজপত্র ছাড়া ভাটার কার্যক্রম পরিচালনা করে আসছে। ইটভাটার মালিক মান্নান খান দীর্ঘদিন ধরে এই ইটভাটা পরিচালনা করে আসছেন। এমন অভিযোগ পেয়ে অভিযান যায় মাদারীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে বৈধ কাগজপত্র দেখতে চাইলে মালিকপক্ষ তা দেখাতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ইটভাটারর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এছাড়াও এই ইটভাটার কার্যক্রম আর চালানো হবে না মর্মে প্রশাসনের কাছে লিখিত দেন মালিকপক্ষ।

মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

(এএসএ/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)