কালিয়াকৈরে বেগম রোকেয়া দিবস পালিত
ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস পালিত হয়েছে।
আজ সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও জয়ীতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল, জেন্ডার প্রমোটার রাজন খান সহ নির্বাচিত জয়ীতাগণ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারীবৃন্দ। এবছর উপজেলা পর্যায়ে ৪টি ক্যাটাগরিতে ৪ জনকে জয়ীতা নির্বাচিত করা হয়।
এদের মধ্যে সফল জননী হিসেবে মনোয়ারা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী লাইলি আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সাঈদা জান্নাত ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরিতে জেসমিন বেগমকে নির্বাচিত করা হয়। পরে জয়ীতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
(আইএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)