বিকাশ স্বর্ণকার, সোনাতলা : "নারী কল্যাণ সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় আজ সোমবার বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষেউপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সকালে মিনি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন,প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিফাউল আজম, কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ৫ জন জয়িতা কে সংবর্ধনা দেয়া হয়। এরা হলেন, তাসলিমা নাজমী অর্থনৈতিক, শিউলি আক্তার শিক্ষা ও চাকরি,মর্জিনা আক্তার বানু মহান জননী, শিল্পী বেগম সমাজ উন্নয়নে অসামান্য অবদানে ও কুলসুম বেগম উন্নয়নে সংবর্ধিত হন।

প্রতিক্রিয়ায় জয়িতারা কেউবা দরিদ্র-অবহেলায় কেউবা নির্যাতন নিপীড়ন-বৈষম্যকে পেছনে ফেলে অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমে সফলতা এনেছেন জীবনে। এখন তারা এলাকায় অনুকরণীয়। উপজেলা ‘জয়িতা' অন্বেষণের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। তাদের প্রত্যেকের জীবন কাহিনি আলাদা। তাসলিমা আক্তার, দরিদ্রতাকে খুব কাছ থেকে দেখেছেন, লড়েছেন এবং দারিদ্রতাকে জয় করেছেন।

শিউলি আক্তার বলেন, শিক্ষাজীবন বহুবার পড়ালেখা বন্ধের চাপ এসেছে,কিন্তু সেই চাপে মাথা নোয়ায়নি।

এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে বিভিন্ন সমিতির সদস্য ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

(বিএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)