ফরিদপুরে শেষ হলো বিবি'র মেলা
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিবি মেলা গতকাল রবিবার রাতে শেষ হয়েছে। শুক্রবার এই মেলার শুরু হয়েছিলো।
মেলা'কে কেন্দ্র করে প্রথম দিন থেকেই সাধারণ দর্শকদের বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। এছাড়া মেলামঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মেলার অন্যতম জনপ্রিয় আকর্ষণ। রবিবার শেষ দিনে বিকেল তিনটা থেকেই বিভিন্ন স্থানের দর্শনার্থীরা মেলায় এসে ভিড় করেন। রাতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি টানেন এর আয়োজকেরা।
সমাপনী অনুষ্ঠানের আলোচনায় সভায় বক্তব্য রাখেন মেলার প্রধান অতিথি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন বিখ্যাত চিকিৎসক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর অধ্যক্ষ রিজভী জামান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল করিম ও অনুষ্ঠানের সঞ্চালনায় দায়িত্বে ছিলেন কৈফিয়ার স্বত্বাধিকারী রওশন আরা দীপ্তি।
প্রধান অতিথি বক্তব্যে বিবি রাসেল জানান, আমাকে নিয়ে এই ধরনের একটা মেলার উদ্যোগ শহরাঞ্চলে এই প্রথম, আয়োজকদের ধন্যবাদ। তিনি বলেন, সবাই দেশী কাপড় কিনুন। দেশীয় কাপড় ব্যবহার করুন।
মেলায় অংশগ্রহণকারী তিনটি স্টল মালিককে পুরুস্কৃত করা হয়।
(আরআর/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)