‘দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে’
একে আজাদ, রাজবাড়ী : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও আবু দারদা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মীর মোহাম্মদ আব্দুল বাতেন। পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, বিশেষ অতিথী ছিলেন দুদকের ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার, সহকারী (ভূমি) মাসুদুর রহমান রুবেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মীর মোহাম্মদ আব্দুল বাতেন, উপজেলা প্রকৌশলী মোঃ খোয়াজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, আইসিটি কর্মকর্তা সহ গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, ‘আমরা দুর্নীতিতে না বলি। দুর্নীতি করতে কাউকে উৎসাহিত না করি । এজন্য পরিবার থেকে সমাজ থেকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হব। আমরা সেবা নেওয়া ও দেওয়ার জন্য কোন প্রতিষ্ঠানকে দুর্নীতির সুযোগ দিব না।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে যে আইন আছে তা কঠোরভাবে কার্যকর করতে হবে। আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হবে । উন্নত বিশ্বের যারা দুর্নীতিমুক্ত হয়েছেন তারা প্রযুক্তি ব্যবহার করেছেন।দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। দুর্নীতি বিরুদ্ধে তরুণ সমাজকে কাজে লাগাতে হবে। দুর্নীতি একটা সামাজিক ব্যাধি, এটি একটি পাপ। দুর্নীতি দেশের সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নষ্ট করে দেয়। এর প্রতিরোধে সর্বস্তরের লোকজনকে আসতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সকলকে একসাথে কাজ করতে হবে।’
(একে/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)