যুবদল নেতা নয়নের পক্ষে ৩ গ্রামের মানুষের একাত্মতা ঘোষণা
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের সন্তান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও ত্যাগী নেতা এসএম রবিউল ইসলাম নয়নের পক্ষে একাত্বতা ঘোষণা করলেন নহাটা ইউনিয়নের পানিঘাটা, পরমেশ্বরপুর, জয়রামপুরের ৩ গ্রামের বাসিন্দারা।
আজ রবিবার বিকালে নহাটা পানিঘাটা কওমী মাদ্রাসার ফুটবল মাঠে ৩ গ্রামবাসীর আয়োজনে ঐক্য মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় পানিঘাটা ৭নংওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ রবু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব, এস এম রবিউল ইসলাম নয়ন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নহাটা ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোঃ আক্কাচ শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা কাঁধে কাঁধ মিলিয়ে সব সময়-ই রবিউল ইসলাম নয়নের পাশে থাকা থাকার আশাবাদ ব্যক্ত করেন।
(বিএস/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৪)