টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন
জাফর-মওলা প্যানেলের মনোনয়ন জমা
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : ঐতিহ্যবাহী টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচন কার্যালয়ে নির্বাচনে এডভোকেট জাফর আহমেদ সভাপতি পদে ও কাজী জাকিরুল মওলা সাধারণ সম্পাদক পদে তাদের সমর্থিত প্যানেলের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান ও প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম রিপন তাদের মনোনয়ন পত্র গ্রহণ করেন।
এসময় সহকারী নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মোঃ জহুরুল ইসলাম জহির ও এ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন উপস্থিত ছিলেন।
নির্বাচন তফসিল বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৬ ডিসেম্বর, ২৪ বিকেল ৫ টা থেকে রাত ৭ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রয় করে নির্বাচন কমিশন। ৭ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের দিন ধার্য্য করা হয়। মনোনয়ন পত্র বাছাই, আপত্তি গ্রহণ, নিষ্পত্তি ও খসড়া প্রার্থীর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আগামীকাল সোমবার মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এবার নির্বাচনে সভাপতি ও সাধারণ সদস্যসহ ১৫ টি পদে নির্বাচনে লড়বেন প্রার্থীরা। বিজ্ঞপ্তিতে উল্লেথিত ১১ টি বিধি মেনে নির্বাচন সুষ্ঠু ও প্রাণবন্ত করতে সামনে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট শফিকুল ইসলাম রিপন।ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে পত্রযোগে অবহিত করেছেন নির্বাচন কমিশন।
এ দিকে গত ৫ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন।
(এসএম/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৪)