নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালযের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার রাতে চমৎকার এক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক এফ এস জামিল পাভেল 'উদ্বোধক' হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
স্থানীয় সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক, প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন ও বিশেষ আলোচক ছিলেন জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি ও বিএসসির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আহাদ।
নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটু এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন।
উদ্বোধনী এ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিলুপ্ত হওয়া নবীনগরে ২০০২ সালে প্রথম গঠিত নবীনগর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, বর্তমান সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
ক্লাবের সেক্রেটারী শফিকুল ইসলাম শরীফের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেন, নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নবীনগর মডেল প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার খলিলুর, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি রেজাউল হক রহমত, সহ সভাপতি চান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ জীবন, সাংগঠনিক সম্পাদক শেখ মিহাদ, সাংস্কৃতিক সম্পাদক রাজন প্রিয়ম, কার্যকরী সদস্য হাজ্বী কাউছার ও খন্দকার হাবিবুর রহমান।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন স্টার টিভির প্রধান সম্পাদক মিঠু সূত্রধর পলাশ।
অনুষ্ঠানে বক্তারা 'সাংবাদিকতায় কোয়ান্টিটি না বাড়িয়ে 'কোয়ালিটি' বাড়ানোর উপর জোর দিয়ে সাংবাদিকতার মান বাড়াতে স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণের উপরও গুরুত্ব দেন।
(জিডি/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৪)