রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : বিএনপি'র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা ও জনসম্পৃক্তি বিষয়ে ফরিদপুর বিভাগীয় বিএনপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে শুরু হয়ে প্রায় সারাদিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএবপি), ফরিদপুর সাংগঠনিক বিভাগের আয়োজনে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনামূলক ‌বক্তব্য রাখেন- ‌বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি'র ৩১ দফা সংস্কার কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ‌ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহাজাদা মিয়া, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্র্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, ফরিদপুর বিভাগীয় ও ফরিদপুর জেলার নেতৃবৃন্দ।

কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র সাংগঠনিক বিভাগ ফরিদপুরের অর্ন্তভুক্ত ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিটের নির্বাচিত নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত নেতাকর্মীদের কথা শুনেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় তিনি আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে দলের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি দেশের একটি বড় রাজনৈতিক দল, আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে ‌দেশের সকল জনগণকে নিয়ে এক সাথে দেশের উন্নয়নে ‌কাজ করবে বিএনপি'। বর্তমান সময়ে যেনো সাধারণ জনগণ কোন প্রকার হয়রানির শিকার না হয় এবং জনগণের মানবাধিকার লঙ্ঘিত না হয়, সেদিকে লক্ষ্য দেশে শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে উপস্থিত নেতাকর্মীদের আহ্বান তারেক রহমান।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন।

তারা বলেন, 'শেখ হাসিনা এখন দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বিএনপি ক্ষমতায় আসলে সর্বস্তরের জনগণের সহায়তায় বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গড়ে তোলা হবে বলেও জানান তারা। বক্তারা আরো বলেন, "জনগণ যাতে বাধাহীনভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করে সকল জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে বিএনপি'। বিএনপি'র ওই প্রশিক্ষণ কর্মশালা শেষে তাদের ৩১ দফা সফল করে ফরিদপুরে বিএনপিকে আরো শক্তিশালী করা হবে বলে জানান ফরিদপুর বিভাগীয় বিএবপি'র নেতৃবৃন্দ।

(আরআর/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৪)