মহম্মদপুরে ৮ দলীয় কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। গতকাল শুক্রবার বিকালে যশোবন্তপুর মুন্সী পাড়া যুব সমাজের আয়োজনে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন কাবাডি খেলা শেষ হয়েছে।
ওই দিন দুপুর থেকে কাবাডি প্রেমীদের মধ্যে ফাইনাল খেলা দেখার জন্য ভিড় করতে দেখা যায়।সেই সঙ্গে
কাবাডি খেলায় যোগদান করেন জনপ্রিয় খেলোয়াড় কবির টাইগার। তার খেলা উপভোগ করতে মানুষের ঢল নামে।দৃষ্টিনন্দিত ফাইনাল খেলা বিকালে শুরু হয়।
আট দলীয় ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে। এরা হচ্ছে মাগুরার মহম্মদপুর সদর ও নড়াইলের লোহাগড়ার শালনগর। মহম্মদপুর সদর ইউনিয়ন ৩ পয়েন্টে বিজয়ী হয়। জবাবে নড়াইলের শালনগর ইউনিয়ন ২ পয়েন্ট করে পরাজিত হয়।খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন,উপজেলার কালিশংকরপুর গ্রামের মোঃ কবির মোল্লা।খেলা শেষের সন্ধ্যায় বিজয়ী এবং পরাজিত
দল পুরস্কার প্রদান করা হয়, আয়োজক কমিটির পক্ষ থেকে।প্রথম পুরস্কার ৩২" ইঞ্চি এলইডি টেলিভিশন ও দ্বিতীয় পুরস্কার ২৪" ইঞ্চি এলইডি টেলিভিশন। আয়োজক কমিটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন মোঃ হাসিব।
(বিএস/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৪)