স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ স্বচ্ছন্দে জিতলেও টি-টোয়েন্টিতে বাজে হার জুটল বাংলাদেশ নারী দলের। আয়ারল্যান্ডের সঙ্গে টানা দ্বিতীয় ম্যাচ হেরে এই প্রথম তাদের সঙ্গে সিরিজ হারের লজ্জাতেও পড়তে হলো। সিলেটে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের হার ৪৭ রানের।

প্রথম ম্যাচের চেয়ে এবার হারের হতাশা একটু বেশি। আয়ারল্যান্ডের ৫ উইকেটে ১৩৪ রানের জবাবে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ নারী দল। এর আগে আইরিশদের বিপক্ষে ১২ ম্যাচে ৪ হার ছিল বাংলাদেশের। এবার পঞ্চম হারের সঙ্গে প্রথম সিরিজ হারের হতাশাও জুটল।

দুই দলের আগের ম্যাচটি ছিল হাই স্কোরিং। এবার লো স্কোরিং ম্যাচে ওরলা পেন্ডারগেস্টের ২৫ বলে ৩২, লরা ডেলানির ২৫ বলে ৩৫ রান ও অ্যামি হান্টারের ২৩ বলে ২৩ রানে ১৩৪ রান তোলে আইরিশরা। দ্রুত রান তোলার চাপ না থাকলেও রান তোলার গতিটাই ধরতে পারেননি বাংলাদেশ ব্যাটাররা। শারমিন আকতারের ৪৩ বলে ৩৮ ও স্বর্না আক্তারের ২১ বলে ২০ রান ছাড়া বাকি ব্যাটারদের কেউই বলার মতো স্কোর গড়তে পারেননি।

ওয়ানডেতে সময় নিয়ে ব্যাট করে লড়াইয়ের পুঁজি সংগ্রহ করতে পারেন বাংলাদেশ নারী দলের ব্যাটাররা। কিন্তু টি-টোয়েন্টির দ্রুত গতিতে পড়লেই দৌগে পিছিয়ে যান তারা। ধীর বা গতিময় যে কোন পিচেই একই অবস্থা বাংলাদেশ ব্যাটারদের। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে না পারায় ভারত, দক্ষিণ আফ্রিকা দল নয় এবার আয়ারল্যান্ডের কাছেই টি-টোয়েন্টি সিরিজ হারতে হলো।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৪)