বিনোদন ডেস্ক : আগামী ১১ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ২য় তলার প্রজেকশন হলে প্রদর্শিত হতে যাচ্ছে সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত দেশের তরুণ নির্মাতাদের ৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রদর্শনী শেষে দর্শকদের সাথে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রদর্শিত চলচ্চিত্র গুলোর নির্মাতা এবং কলাকুশলীরা। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংস্কারের জন্য গঠিত জাতীয় সার্চ কমিটির আয়োজন এবং জাতীয় ফিল্ম আর্কাইভের সহযোগিতায় আয়োজিত হতে যাওয়া এই প্রদর্শনীতে দেখানো হবে লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং মেহেদি হাসানের নির্মিত 'এ বোরিং ফিল্ম,' বুসান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের নানান বড় উৎসব ঘুরে আসা আরিক আনাম খানের 'ট্রানজিট,' বিসিটিআই প্রযোজিত এবং আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের ভাব অবলম্বনে নির্মিত দেবাশীষ দাসের 'নিরুদ্দেশ যাত্রা, 'তাসমিয়াহ আফরিন মৌ এর আলোচিত স্বল্পদৈর্ঘ্য 'কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি,' শাটিকাপ খ্যাত নির্মাতা তাওকির শাইকের স্বল্পদৈর্ঘ্য 'আয়না,' গোলাম রাব্বানীর পুরষ্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য 'ছুরত,' তরুণ প্রযোজক হাসিব শাকিল প্রযোজিত ও জায়েদ সিদ্দিকি পরিচালিত 'দাঁড়কাক,' এবং তরুণ নির্মাতা আল হাসিব খান আনন্দ নির্মিত 'ব্রিদিং ইজ আ গিফট,'।

এছাড়াও এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো প্রিমিয়ার হবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নির্মিত এবং ৩টি অস্কার কোয়ালিফাইং উৎসবে প্রশংসা কুড়ানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'নট আ ফিকশন,'যা নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ এই প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত এবং ছবিগুলো উপভোগ করতে কোন টিকেট কিনতে হবে না।

(পিআর/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৪)