নতুন খবর দিলেন অভিনেত্রী লামিমা
বিনোদন ডেস্ক : ছোট পর্দার বর্তমান প্রজন্মের অভিনেত্রী লামিমা লাম। নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে অভিনেতা শিমুলের সঙ্গে জুটি বেঁধে কাজ করারটা দর্শক বেশ উপভোগ করেছে। এরপর এই নির্মাতার হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা।
বর্তমানে অন্যান্য নির্মাতাদের কাজ নিয়ে বেশ ব্যস্ত এই অভিনেত্রী। সম্প্রতি নির্মাতা রানা বর্তমানের ‘এত দিন কোথায় ছিলে’ শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন লামিমা। আর তার বিপরীতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা সোহেল মন্ডল।
নির্মাতা রানা বর্তমান বলেন, ঢাকা ও ঢাকার বাইরে শুটিং করেছি। শুটিং করতে গিয়ে হরেক সমস্যার সম্মুখীন হলেও সকল বাধাকে উপেক্ষা করে কাজটি শেষ করেছি। এর গল্পটি দেহ কিংবা যৌন ক্ষুধার নয়, গল্পটি মনের ক্ষুধা আর অন্ধবিশ্বাসের একটি মিস্ট্রি। গল্পটি প্রেমের, গল্পটি ত্যাগের, গল্পটি বিশ্বাসের। অচিরেই দেখতে পাবেন। আশা করছি দর্শক টেলিছবিটি উপভোগ করবেন।
ত্যাগ বিশ্বাস আর ধৈর্য্য একটি সম্পর্ককে কতোটা মধুর করে, কতোটা আপন করে তা নিয়ে ‘এত দিন কোথায় ছিলে’র গল্প। ‘পোড়ামন ২’, ‘লিডার আমি বাংলাদেশ’সহ বেশকিছু জনপ্রিয় চলচ্চিত্রের লেখক দেলোয়ার হোসেন দিলের রচনায় টেলিফিল্মটির চিত্রগ্রহণ করেছেন এ সময়ের ব্যাস্ত ক্যামেরা আর্টিস্ট আমির হামজা।
সোহেল মন্ডল ছাড়া অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন, লামিমা লাম, নিয়াজ মোহাম্মদ তারিক, হাসিমুন, আনবি রনি, মিষ্টি আক্তার, অরশি রহমান, রাজন, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন, মঞ্চ অভিনেতা আব্দুল আজিম প্রমুখ।
রানা বর্তমান বলেন, ঢাকা ও ঢাকার বাহিরে ফিল্মটি সুটিং করেছি। বর্তমানে সুটিং শেষ করে এডিটিং টেবিলে ‘এতদিন কোথায় ছিলে’। গল্পটি দেহ কিংবা যৌন ক্ষুধার নয়, গল্পটি মনের ক্ষুধা আর অন্ধবিশ্বাসের টানাপোড়েন নিয়ে।
(ওএস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৪)