পুলিশকে ‘গুলি করে’ পালাল আসামি
একে আজাদ, রাজবাড়ী : মারামারি মামলার এক আসামি ধরতে গিয়ে বিপদে পড়েছে পুলিশ সদস্যরা। আসামি ধরার সময় পুলিশকে গুলি করে পালিয়েছে ওই আসামি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এজাহার নামীয় ওই আসামি ওই ইউনিয়নের বিলপাড়া গ্রামের শফি শেখের ছেলে সজীব শেখ (২৮)। সজীব মারামারির মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি। সজীব যুবলীগের রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে পাংশার পাট্টার বিলপাড়ায় আগস্ট মাসের একটি মারামারি মামলার আসামি ধরতে যান পাংশা থানায় কর্মরত এসআই শাহরিয়ারসহ ৩ জন অফিসার। এ সময় ওই মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি সজিবকে একটি মুদি দোকানের সামনে থেকে ধরতে গেলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আসামিদের ধরতে অভিযান চলছে।
(একে/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৪)