কিশোরগঞ্জে সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
কিশোরগঞ্জ প্রতিনিধি : শিক্ষার্থীদের জন্য ঝুঁকিহীন নিরাপদ সাইবার পরিবেশ গড়ার প্রত্যাশায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘সাইবার নিরাপত্তা’ নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে।
সোমবার কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, আইনগত ব্যবস্থা থাকার পরও দেশের যুব সমাজ নিজের অজান্তেই অনেক ক্ষেত্রে সাইবার অপরাধের শিকার হচ্ছে অথবা এ ধরণের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। তাই এক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।
কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম. আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়াদুদ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা।
সেমিনারে কলেজের দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণ করেন।
(পিকেএস/এএস/ডিসেম্বর ০১, ২০১৪)