বীরগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও ২২ জন আহত হয়েছে। আহতদের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
আজ শুক্রবার সকালে বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়কের ফিসারিজ যদুর মোড় এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শুক্রবার আনুমানিক সকালে সোয়া ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ফিসারিজ যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক
(ঢাকা মেট্রো ট- ৯৮৯৫৬৯) ও যাত্রীবাহী স্লীপার বাস (ঢাকা মেট্রো ব-১২-১৩১৪) এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস চালক আব্দুল করিম ও ট্রাকের ড্রাইভার আনোয়ার এবং মহিলা যাত্রী হাসিনা বেগমসহ তিনজন নিহত হয়েছেন।
নিহত হাসিনা বেগম ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সুন্দরি গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
হেরিটেজ স্লিপার বাসের নিহত চালক আব্দুল করিম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার
আমজাদ আলীর ছেলে এনং ট্রাকের নিহত চালক আনোয়ার হোসেন পঞ্চগড় জেলার আহম্মেদ নগর এলাকার রফিকুল ইসলাম ছেলে।
বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন জানায়, ২২ জন আহত রোগী হাসপাতালে ভর্তি হলেও ৭ জনকে মুমূর্ষ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৫/৬ জন চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গিয়েছে। বাকিরা বর্তমানে বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। তাদের আইসিইউতে নেয়া হয়েছে।
দুর্ঘটনায় পতিত বাস ও ট্রাকের উদ্ধারের তিন ঘন্টার পর বীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, একটি যাত্রীবাহী অটো বাইককে পাশ কাটাতে গিয়ে যাত্রীবাহী বাসটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় তিনজন নিহত এবং নারী, শিশু সহ বাসের কমপক্ষে ২২ জন যাত্রী আহত হয়েছে। থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং বীরগঞ্জ ও ঠাকুরগাঁও এর দুইটি ফায়ার সার্ভিস টিমের সদস্যরা দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে।
বাসের আহত হেল্পার শাওন এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী এনামুল জানায়, সকাল সোয়া আটটা দিকে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী হেরিটেজ স্লিপার কোচটি ফিসারিজ-যধুরমোড় এলাকায় টার্নিং ঘুরানোর পথে একটি অটো রিক্সাকে সাইট দিতে গিয়ে ট্রাকটির সাথে এই সংঘর্ষ ঘটে।
দিনাজপুর হাইওয়ে পুলিশের সার্জেন আরেফিন বলেন, নিহতদের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত পরিবহণ দুইটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
(এসএস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৪)