শীতে ত্বকের যত্নে শুরু হলো বায়োজিন ইয়ার এন্ড সেল
লাইফস্টাইল ডেস্ক : বাংলাদেশে এস্থেটিক ট্রিটমেন্ট ও অথেনটিক ডার্মো কসমেটিকসের জন্য সুপরিচিত প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালস। এই শীতে ত্বকের বিশেষ যত্নে বায়োজিন কসমেসিউটিক্যালসে শুরু হয়েছে ‘বায়োজিন ইয়ার এন্ড সেল’।
পুরো ডিসেম্বর জুড়েই এই অফারে থাকছে স্কিনকেয়ারে ৮০% পর্যন্ত ছাড়! পাশাপাশি স্লিমিং সলিউশনসহ অন্যান্য সব ট্রিটমেন্ট এবং স্কিন টেস্টে আছে ফ্ল্যাট ৫০% পর্যন্ত ছাড়।
এই অফারে বায়োজিনের ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্টগুলোর মধ্যে থেকে বায়ো হাইড্রা ফেসিয়াল ও বায়ো লেজার ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে মাত্র ৯৯৯ টাকায়।
ত্বক ও চুলের যাবতীয় সমস্যার সমাধানে ইপিএন ট্রিটমেন্ট, শরীরের অতিরিক্ত ফ্যাট দূর করে আকর্ষণীয় বডি শেইপ আনতে স্লিমিং সলিউশন সহ স্কিন টেস্টে থাকছে ফ্ল্যাট ৫০% ছাড়। আর ত্বকের সমস্যা জানতে ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিং পাওয়া যাচ্ছে একদম ফ্রি-তে।
উল্লেখ্য, ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বায়োজিন অত্যন্ত বিশ্বস্ততার সাথে অথেনটিক ডার্মো কসমেটিকস ও পার্সোনালাইজড স্কিনকেয়ার সেবা প্রদান করে আসছে। বছর শেষে সবচেয়ে বড় ধামাকা অফার বায়োজিন ইয়ার এন্ড সেলের সাথে নিজের প্রকৃত সৌন্দর্যকে আবিষ্কার করার এটিই উপযুক্ত সময়।
(পিআর/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৪)