আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : উপজেলা ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল গৌরনদী টোয়েন্টি ফোর ডট কমের যুগপূর্তি উদযাপন উপলক্ষে র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কারিতাসের সামনে থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

শেষে কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান। নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন ও খোকন আহম্মেদ হীরা প্রমুখ।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৪)