দিনাজপুরের বোচাগঞ্জে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা ভেঙে গুড়িয়ে দিয়েছে আশ্রয় সমবায় সংঘ
শাহ্ আলম শাহী, দিনাজপুর : চাঁদা না দেয়ায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আশ্রয় সমবায় সংঘের কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ছাত্রদলের লেবাসধারি সন্ত্রাসীরা। একটি স্থানীয় সামাজিক ও মানবাধিকার ও ক্রীড়াঙ্গণের কার্যালয় এভাবে রাতের অন্ধকারে দলীয় পরিচয়ে একদল সন্ত্রাসী ভেঙ্গে গুড়িয়ে ফেলায় সর্বমহলে প্রতিবাদের ঝড় বইছে। প্রশাসনকে অতিদ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
ভাদুরিয়া হাটে কর্তব্যরত নৈশ্য প্রহরী এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাতে ছাত্রদলের কতিপয় ২০/২৫ জনের একদল সংঘবদ্ধ সন্ত্রাসী অস্ত্রে-সন্ত্রে সজ্জিত হয়ে ৫ নং ছাতইল ইউনিয়নের ভাদুয়ারি হাটস্থ আশ্রয় সমবায় সংঘের ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এ বিষয়ে স্থানীয় সূধীজন ও জেলা বিএনপি'র উপদেষ্টা মো. রবিউল গণি'র অভিযোগ, 'চাঁদার টাকা না দেয়ায় এই ঘটনা ঘটিয়েছে, ছাত্রদলের লেবাসধারি সন্ত্রাসীরা। দলের ভারমূর্তি ক্ষুন্ন করার জন্য বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মুঞ্জুরুল হাসান মিম তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে। যা কখনো কাম্য নয়। এসব নব্য ছাত্রদল নেতার কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এরা দলের পরিচয় বহন করলেও এরা মূলত: সন্ত্রাসী ও অপরাধী। এদের আইনের আওতান এনে কঠোর শাস্তির প্রয়োজন। কেননা, আশ্রয় সমবায় সংঘ অত্র এলাকার দুঃখী মানুষের বন্ধু। শীতের শীতবস্ত্র, ঈদসহ বিভিন্ন দিবস ও সংকট মূহুর্তে খাদ্য সহায়তাসহ বিভিন্ন মানবতার কর্ম, খেলোয়াড় তৈরি, টূর্ণামেন্ট আয়োজন করে আসছে এই সংগঠন। অথচ এই সংগঠনের কার্যালয়টি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ছাত্রদলের নামধারী সন্ত্রাসীরা। এনিয়ে এলাকাবাসী গভীর আতংক ও উৎকণ্ঠায় আছে। তাদের অবৈধ দাবি পূরণ করতে না পারলে তারা আরো বড় ধরনের ক্ষরি করতে পারে। তাই তাদের অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।'
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনা নিশ্চিত করে জানান, 'ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা রবিউল গণি সাহেব অভিযোগ দিয়েছেন। আমরা আসামি ধরার প্রচেষ্টা চালাচ্ছি।'
(এসএস/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৪)