মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় খালা মিথিলা আক্তারের কোলে থাকা ১১ মাস বয়সী শিশু আয়শা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই খালা মিথিলা আক্তার (১৫) মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো দুইজন। মাদারীপুর শিবচরের পাঁচ্চর এলাকায় রেল সেতুর পাশে এই দূর্ঘটনা ঘটেছে। নিহত আয়শা পাঁচ্চর সংলগ্ন নাসিরেমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।

নিহত শিশুর মামা দিদার শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় আহত শিশু আয়শা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উল্লেখ্য, বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে খালা মিথিলা আক্তার কোলে করে শিশু আয়শাকে নিয়ে রেল লাইনে উঠে। এসময় ছবি তুলতে গেলে রাজশাহীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মিথিলা মারা যান। এসময় শিশু আয়শার হাত-পা বিচ্ছিন্ন হয়। তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

(এএসএ/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৪)