বিশেষ প্রতিনিধি : রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের অধীনস্থ রিয়্যাক্টর ম্যাটেরিয়াল ইন্সটিটিউট এর বিজ্ঞানীরা ব্র্যাকি থেরাপি বা শরীরের অভ্যন্তরে সরাসরি রেডিও থেরাপি প্রয়োগের জন্য ইরিডিয়াম-১৯২ ভিত্তিক নতুন একটি মাইক্রোসোর্স উদ্ভাবন করেছে। এই পদ্ধতিটি রোগী এবং সংশ্লিষ্ট পেশাদারদের জন্য নিরাপদ এবং একই সঙ্গে এর সাহায্যে কার্যকরভাবে শরীরের ভেতরের ক্যান্সার আক্রান্ত জায়গায় কার্যকরভাবে উচ্চমাত্রার রেডিয়েশন প্রয়োগ করা সম্ভব। রসাটমের মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

রসাটমের এই নতুন সোর্সটির বৈশিষ্ট্য হলো, এর অতি ক্ষুদ্র আকার। গবেষণা চুল্লীতে সুচ আকৃতির সোর্সটিকে রেডিয়েশন প্রয়োগ করার পর একে একটি ক্যাপসুলের ভিতর আবদ্ধ করা হয়। বিশেষভাবে তৈরি একটি ক্যাবল এই ক্যাপসুলের সাথে যুক্ত থাকে। এসকল কার্যক্রম একটি উচ্চমাত্রার চেম্বারে দূর থেকে সম্পন্ন হয়ে থাকে।

ইন্সটিটিউটটির রেডিয়েশন প্রযুক্তি বিভাগের প্রধান ডেনিস বুতাকভ বলেন, “আমরা ইতোমধ্যে নতুন সোর্সটির একটি প্রোটোটাইপ তৈরি করেছি, যা বিভিন্ন ক্লিনিকে পরীক্ষামূলক ব্যবহারের জন্য পাঠানো হবে। ২০২৫ সাল নাগাদ এটির সার্টিফিকেশন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন হবে বলে আশা করি। প্রয়োজনীয় অনুমোদন পাবার পর রাশিয়া এবং সিআইএস ভুক্ত দেশগুলোতে এগুলোর ব্যবহার শুরু করা হবে”।

ব্র্যাকি থেরাপিতে একটি ক্ষুদ্র এপ্লিকেটর শরীরের ভেতরে ক্যান্সার আক্রান্ত টিউমার বা স্থানে প্রবেশ করানোর মাধ্যমে সরাসরিভাবে রেডিয়েশন প্রয়োগ করা সম্ভব। এতে ক্যান্সার আক্রান্ত কোষগুলো উচ্চমাত্রায় রেডিয়েশন প্রয়োগ করা হলেও, পার্শ্ববর্তী স্থানের কোষগুলোতে এর প্রভাব ন্যুনতম। ব্র্যাকি থেরাপির ক্ষেত্রে মূলত গামা রেডিয়েশন ভিত্তিক কোবাল্ট-৬০ অথবা ইরিডিয়াম-১৯২ আইসোটোপ ব্যবহৃত হয়।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৪)