খাদ্যে মূল্যস্ফীতি ১৪ শতাংশ ছাড়াল
স্টাফ রিপোর্টার : দেশে প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম বৃদ্ধির ফলে গত নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্যে মূল্যস্ফীতিও বেড়েছে। তবে খাদ্যে মূল্যস্ফীতির এই ধাক্কা শহরাঞ্চলেই লেগেছে বেশি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নভেম্বরে দেশে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ১৩ দশমিক ৮ শতাংশ। তবে শহরাঞ্চলে এই হার ছিল ১৪ দশমিক ৬৩ শতাংশ। একইসময়ে গ্রামাঞ্চলে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ১৩ দশমিক ৪১ শতাংশ।
অর্থাৎ গত বছরের নভেম্বরে দেশের শহরাঞ্চলে যে খাদ্যপণ্য ১০০ টাকায় কেনা যেত, সেই একই পণ্য কিনতে গত মাসে খরচ করতে হয়েছে ১১৪ টাকা ৬৩ পয়সা। আর গ্রামাঞ্চলে সেই পণ্য কিনতে খরচ করতে হয়েছে ১৩ দশমিক ৪১ শতাংশ।
আগের মাস অক্টোবরে দেশে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্যে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ।
পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ বা সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে গত বছরের নভেম্বরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় কেন যেত, এই নভেম্বরে তা পেতে ১১১ টাকা ৩৮ পয়সা ব্যয় করতে হয়েছে।
তার আগের মাস অক্টোবরে দেশে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ অক্টোবরের তুলনায় নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫১ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।
নভেম্বরে গত মাসে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও আগের মাসের তুলনায় বেড়ে ৯ দশমিক ৩৯ শতাংশ হয়েছে। অক্টোবরে এই হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরের তুলনায় নভেম্বরে মজুরির হার সামান্য বেড়ে ৮ দশমিক ১০ শতাংশ হয়েছে। অক্টোবর মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৭ শতাংশ।
(ওএস/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৪)