‘৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনও পলাতক’
স্টাফ রিপোর্টার : কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, দেশে এই মুহূর্তে ৬৯ টি কারাগার রয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশে মোট ৬৯ টি কারাগার রয়েছে। এর মধ্যে ১৭ টি কারাগার অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সরকার বিষয়গুলো জানে, এগুলো অতিদ্রুত সংস্কার, মেরামত ও পুনর্নির্মাণ দরকার।
মোতাহের হোসেন বলেন, এই কারাগারগুলোর ধারণ ক্ষমতা ৪২ হাজার। ৫ আগস্টের পর ৫০ হাজারের কিছু বেশি ছিল। তারপর কারাবন্দির সংখ্যা বেড়েছে। বর্তমানে ৬৫ হাজার কারাবন্দি রয়েছে।
এছাড়া ৫ আগস্ট ও পরবর্তী সময়ে ২২ শর বেশি কারা বন্দি পালিয়েছিল। ১৫ শ জনকে গ্রেপ্তার করা গেলেও ৭০০ বন্দি এখনো পলাতক রয়েছে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন মামলায় দাগি আসামি বা যাদেরকে শীর্ষ সন্ত্রাসী বলা হচ্ছে তাদের ১১ জন মুক্তি পেয়েছেন। জঙ্গি সদস্যদের যাদের বলা হচ্ছে যারা জেএমবিসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য বলা হয়েছে তাদের ১৭৪ জন জামিনে মুক্তি পেয়েছেন।
পালানো বিভিন্ন আলোচিত মামলা ও জঙ্গি সদস্যের মধ্যে এখনো পলাতক ৭০ জন। তাদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান কারা মহাপরিদর্শক।
এ সময় ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবিরসহ অন্যান্য কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/ডিসেম্বর ০৪, ২০২৪)