রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক—এক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রংপুরে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় গত সোমবার সদর উপজেলার ৫ নম্বর খলেয়া ইউনিয়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অর্গানাইজার আবু হানিফার সঞ্চালনায় ও খলেয়া গঞ্জিপুর স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর খলেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোত্তালেবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর খলেয়া ইউনিয়ন পরিষদের সচিব ইলিয়াস হোসেন।
প্রধান অতিথি মোত্তালেবুল হক বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ মানুষের সাথে। আমার ইউনিয়নে এমন সচেতনতামূলক কর্মশালা প্রথমবার হলো। কিন্তু ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে আমার
ইউনিয়নে অনেকে প্রবাসী ভাই বোনেরা সহযোগিতা পেয়েছেন। তাঁরা বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন। আমার ইউনিয়নে অনেক উঠান-বৈঠক হচ্ছে, এতে বিদেশগামী মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে। কেউ যেন আর কোনো প্রতারণা শিকার না হয় সেদিকে আমাদের সচেতন থাকতে হবে।’
কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম রংপুরের কো-অর্ডিনেটর শাহ্ মো. খায়রুল হাসান।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক এমআরএসসি কো অর্ডিনেটর খায়রুল হাসান, প্রোগ্রাম অর্গানাইজার তারাজুল ইসলামসহ স্থানীয় অনেকেই।