রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও‌ এর অঙ্গ সংগঠনের একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একটি অফিসে হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার ‌বিকেলে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ফরিদপুর জেলা বিএনপি।

বিএনপি'র ওই বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ‌থেকে শুরু হয়ে ‌শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে সংগঠনটির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মুদাররেস আলী ঈসা'র সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম-আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন,
বিএনপি নেতা এডভোকেট আলী আশরাফ নান্নু, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ বিএনপি'র অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এসময় বক্তারা বলেন, খুনি ও ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে মোদির সাথে মিলে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ সাম্প্রতিক সম্প্রীতির এই দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানোর জন্য উস্কানি দিচ্ছে৷ হাসিনা ভারতে বসে দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে৷ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দেবে৷ ভারতের ত্রিপুরার রাজধানী আগড়তলাসহ সমগ্র ভারতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে, এই অপমান দেশের মানুষ মেনে নেবেনা৷ প্রয়োজনে ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করা হবে। এদেশে কোনভাবেই আর ভারতের আগ্রাসন মেনে নেয়া হবেনা বলেও জানান তারা৷

(আরআর/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৪)