ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শরিফুল ইসলাম নামের এক কৃষকের ৬০ শতাংশ জমিতে কেটে রাখা পাকা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পারফলসী গ্রামে এই ঘটনা ঘটে। কৃষক শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আইনুদ্দীন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, ওই কৃষকের জমির ধান পেকে গিয়েছিল। তিনি সোমবার সেই ধান কেটে ক্ষেতেই রেখেছিলেন। কিন্তু রাত সাড়ে আটটার দিকে জমিতে কেটে রাখা ওই ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকের ক্ষেতের ধান কেটে নেওয়া, মাঠ থেকে সেচকাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত স্যালো মেশিনের মোটর চুরি এবং পাটবোঝাই কয়েকটি আলমসাধু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শরিফুল ইসলাম বলেন, ৬০ শতাংশ জমির ধান কেটে ক্ষেতেই স্তূপ করে রেখে এসেছিলাম। ধান বাড়িতে নিতে গাড়ি না পাওয়ায় ঘরে তুলতে পারিনি। পরদিন ভোরে এসব ধান বাড়িতে আনার কথা ছিল। তবে এর আগেই সোমবার রাতে সব ধান পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কী কারণে কে বা কারা ধানে আগুন দিয়েছে সেটি বলতে পারছি না। এতে তাঁর প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এর আগেও তাঁর মাছের পুকুরে বিষ দিয়েছিল দুর্বৃত্ততরা।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

(এসআই/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৪)