গোপালগঞ্জে পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে পূবালী ব্যাংক পিএলসি’র গোপালগঞ্জ শাখায় এ ব্যাংকিং কর্ণারের উদ্বোধন করেন প্রধান অতিথি ডেপুটি জেনারেল ম্যানেজার ও ফরিদপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ হাফিজুর রহমান সরদার।
পূবালী ব্যাংক পিএলসি’র গোপালগঞ্জে শাখা ব্যবস্থাপক মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শহরের কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান, সালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাইদ মো: আব্দুল্লাহ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে অতিথিরা ফিতা কেটে পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণারের উদ্বোধন করেন।
এ সময় ব্যবসায়ী, উদ্যোক্তা, ব্যাংকের গ্রাহক ও শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৪)