তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : লাইসেন্সের শর্ত অমান্য করে রেস্টুরেন্টে আবাসিক হোটেল পরিচালনার দায়ে গোপালগঞ্জের পিঠা গার্ডেনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মহসিন উদ্দীন জানিয়েছেন, গত ২৭ নভেম্বর বিকেলে গোপালগঞ্জর সদর উপজেলার পিঠা গার্ডেন নামের একটি রেস্টুরেন্টের গেস্ট হাউস থেকে ফেরদৌস শেখ (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর প্রশাসনের পক্ষ থেকে আবাসিক হোটেলের বৈধতা যাচাই বাছাইয়ে যাওয়া হয়। অভিযান পরিচালনার সময় লাইসেন্সের শর্ত সেখানে অবৈধভাবে গেস্ট রুম চালু করে ভাড়া দেওয়া হচ্ছে। এ কারণে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে লাইসেন্সের শর্ত সঠিক ভাবে প্রতিপালন না হওয়া পর্যন্ত আবাসিক হোটেলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোঃ সাজেদুর রহমান সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া পার ঝনঝনিয়া গ্রামের ইমদাদুল হক শেখের ছেলে ফেরদাউস শেখ গত ২৬ নভেম্বর রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে পিঠা গার্ডেনের কক্ষ ভাড়া নেন। পরের দিন সকালে কৌশলে ওই নারী কক্ষ থেকে বের হয়ে যান। দুপুরে ফেরদাউস শেখ নামের ওই ব্যক্তি কক্ষ থেকে বের না হলে তাঁর কক্ষে গিয়ে হোটেল কর্তৃপক্ষ মরদেহ দেখতে পান। তিনি গরুর খামারের ব্যবসা করতেন। এ ছাড়া তিনি ইউনিয়ন যুবলীগের আগামী সম্মেলনে সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলা ও গাড়ি পোড়ানোর অভিযোগে ১২ নভেম্বর দায়েরকৃত একটি মামলায় তাঁকে আসামি করা হয়।

(টিবি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৪)