ধানখেতে হাত-পা বাঁধা যুবকের লাশ
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে ধানখেত থেকে শহীদ আকন্দ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় ওই যুবকের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। তিনি পেশায় একজন অটোচালক।
নিহত যুবক উপজেলার নয়ানগর ইউনিয়নের পূর্ব মালঞ্চ এলাকার আবুল কাশেম আকন্দের ছেলে। তিনি অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আজ সোমবার সকালে নয়ানগর তেঁতুলতলা মোড় এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল জ্যাকেট ও জিন্সের প্যান্ট।
স্থানীয়রা ধারণা করছেন, চালককে হাত-পা বেঁধে হত্যা করে তার অটো নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা। রাতের কোন এক সময় ঘটনাটি ঘটেছে, তবে কারা ঘটনাটি ঘটিয়েছে এ বিষয়ে কিছু বলতে পারছে না কেউ।
এ বিষয়ে মেলান্দহ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মাসুদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(আরআর/এসপি/ডিসেম্বর ০২, ২০২৪)