গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে চলন্ত বাসের ধাক্কা, নিহত ২
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে চলন্ত বাসের ধাক্কায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুর্ঘটনা কবলিত লোকাল বাসের মালিক গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৫৫) ও ভ্যান চালক (ফেরীওয়ালা) যশোর জেলার মনিরামপুরের মাসুম মিয়া (৪৫)।
গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানার এস.আই মোঃ রোমান মোল্লা ওই দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুর গামী মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাড়িয়ে ছিলো। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সোহাগ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ওই লোকাল বাসকে সজোরে ধাক্কা দেয়। লোকাল বাসটি সামনে দাড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার বাশ্ববর্তী খাঁদে পড়ে যায়। এতে ভ্যান চালক(ফেরীওয়ালা)ঘটনাস্থলে নিহত হন। লোকাল বাসের অন্ততঃ ১০ যাত্রী আহত হয়। পরে দুর্ঘটনা কবলিত বাসের নিচ থেকে ওই বাসের মালিক ইলিয়াস কাজীর মরদেহ উদ্ধার করা হয়। আহতদের মধ্যে ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোহাগ পরিবহনের বাসটিকে পুলিশ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার এস.আই মোঃ রোমান মোল্লা। ওই কর্মকর্তা আরো বলেন, লাশ ২টি উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(টিবি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৪)