নড়াইলে দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল আহত, হাসপাতালে ভর্তি
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় একজন পুলিশ কনস্টেবল (২৬) গুরুতর আহত হয়েছেন। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের পুলিশ কনস্টেবল দেলোয়ার ফকিরের সাথে একই গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে পুলিশ কনস্টেবল শাওন হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে একই গ্রামের মৃত আমির হোসেন ফকিরের ছেলে মফিজ ফকির, লায়ন ফকির, মেহেদী ফকির, আব্দুর রহমান, শাহানারা বেগম ও রুমা বেগম রামদা, ছ্যানদা, লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে পুলিশ কনস্টেবল শাওন হোসেনের বাড়িতে হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তরা পুলিশ কনস্টেবল শাওন হোসেনকে এলোপাথাড়ী ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত পুলিশ কনস্টেবল শাওনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(আরএম/এএস/ডিসেম্বর ০১, ২০২৪)