স্পোর্টস ডেস্ক : টানা দুই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের পর আজ রবিবার নেপালকে ৫ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। শুরুতে ব্যাট করা নেপাল গুটিয়ে যায় ১৪১ রানে। জবাবে ১২৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে গ্রুপ ‘বি’তে দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪। শ্রীলঙ্কারাও পয়েন্ট ৪। রবিবার অপর ম্যাচে লঙ্কানরা ১৩১ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে আফগানিস্তানকে। নেট রান রেটে এগিয়ে থাকায় শ্রীলঙ্কা আছে গ্রুপের শীর্ষে। তবে ৩ ডিসেম্বর শেষ ম্যাচে লঙ্কানদের হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

দুবাইয়ে নেপালের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার আকাশ ত্রিপাঠি। শেষ দিকে অভিষেক তিওয়ারি করেন ২৯। বাংলাদেশের আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন নেন ২টি করে উইকেট।

জবাবে প্রথম ওভারেই আউট হয়েছিলেন কালাম সিদ্দিকি। তবে জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিমের দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটিতে ম্যাচ মুঠোয় চলে আসে বাংলাদেশের।

আবরার ৬৫ বলে ৫ বাউন্ডারি ৪ ছক্কায় ৫৯ রানে আউট হলেও তামিম অপরাজিত ছিলেন ৭২ বলে ২ বাউন্ডারি ৩ ছক্কায় ৫২ রানে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০১, ২০২৪)