চন্দ্রঘোনায় পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে নারী ও শিশু মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মোঃ আবু তালেব সাদ্দাম (২৮) ও মো: মহসিন গাজিকে গ্রেফতার করা হয়েছে।
মো: আবু তালেব সাদ্দাম কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের কারিগর পাড়া সালাম এর ছেলে এবং মোঃ মহসিন গাজি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর শফিপুর এলাকার -মোঃ কুদ্দুস গাজির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান,রবিবার দিবাগত রাত ১ টায় থানার এএসআই অশোক শীল, এএসআই মীর মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ চন্দ্রঘোনা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়ে নারী ও শিশু নং-৬১/২১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মোঃ আবু তালেব সাদ্দাম (২৮) এবং মোঃ মহসিন গাজি (২৮) কে গ্রেফতার করা হয়েছে। ওসি জানান আসামিদেরকে রবিবার রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
(আরএম/এসপি/ডিসেম্বর ০১, ২০২৪)