গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেট সোসাইটির জেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়।

শনিবার (৩০ নভেম্বর) শহরের নজরুল পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেট সোসাইটির গোপালগঞ্জ জেলা ইউনিট লেভেল কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, গোপালগঞ্জ রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. আলমগীর সিদ্দিকী, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান জুবায়ের খান সহ রেড ক্রিসেন্টের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান জুবায়ের খান বলেন, দিনব্যাপী এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী মাধ্যমে অর্ধশত ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। সেই সাথে যারা রক্তদান করছেন তাদেরকে বিনামূল্যে ৫টি রক্তের পরীক্ষা করা হয়েছে। সংগ্রহকৃত এসব রক্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীসহ যাদের জরুরী মূহূর্তে প্রয়োজন তাদের বিনামূল্যে দান করা হবে।

(এমএস/এএস/নভেম্বর ৩০, ২০২৪)