পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : '৭১ এর মহান মুক্তিযুদ্ধ কালীন পঞ্চগড় পাক-হানাদার মুক্ত হয় ১৯৭১ এর ২৯ নভেম্বর।এইদিনটি প্রতিবছর পালন করা হয় স্থানীয় প্রশাসনের আয়োজনে। একইভাবে ২৯ নভেম্বর পাক-হানাদার মুক্ত পঞ্চগড় দিবস পালন করেছেন পঞ্চগড় জেলা প্রশাসন।
এ উপলক্ষে আজ শুক্রবার পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন, পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় জেলা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, পঞ্চগড় জেলা জামায়েতে ইসলামের আমির মাওলানা মো. ইকবাল হোসাইন ও বৈষম্য বিরোধী আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক মো. ফজলে রাব্বি প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে জেলার মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ জেলার মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পন করেন। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর বর্ণাঢ্য এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে জেলার বধ্যভূমিতে শেষ হয়।
(আরএআর/এসপি/নভেম্বর ২৯, ২০২৪)