একে আজাদ, রাজবাড়ী : আমি এলাকায় আসায় অনেকেই অস্বস্তি বোধ করছে । বিশেষ করে যারা মাদক ব্যবসায়ী তারা। এছাড়াও যারা অবৈধভাবে বালু উত্তোলন করে তারাও অস্বস্তিবোধ করছে। পাংশায় কেউ অবৈধ কাজ করুক আমি সেটা চায়না। কেউ করলে তাকে ছাড় দেওয়া হবে না। যারা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে লিপ্ত আছেন, তারা ভালো হয়ে যান।

বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশায় ‘প্রান্তিক জনকল্যাণ সংস্থা’র আয়োজনে সরিষা ইউনিয়নের প্রেম টিয়া হাই স্কুল মাঠে জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান জুয়েল।

তিনি বলেন,পাংশা উপজেলাকে জঞ্জালমুক্ত করতে কাজ করবো। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক, বাল্যবিয়ে, ঘুম, দুর্নীতি, চাঁদাবাজি এসবের থেকে পাংশাকে দূরে রাখার চেষ্টা করবো। একা এতো বড় দায়িত্ব নেওয়া সম্ভব না। তাই সমসময় আপনাদের পাশে চাই।

মতিউর রহমান জুয়েল বলেন,রাজনীতি করার অধিকার সবারই আছে। রাজনীতি আমিও করতে,পারি সেটা সময় বলে দেবে করবো কিনা। তবে রাজনীতি না করেও মানুষের সহায়তা করা যায়। আর আমি কারও বাড়াভাতে ছাই দিতে আসিনি। দীর্ঘদিন ধরে চাকরির পাশাপাশি আমার জেলার মানুষকে নানাভাবে সহায়তার চেষ্টা করেছি। রাজবাড়ী প্রান্তিক জনকল্যাণ সংস্থা,রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন,লুৎফর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের সেবা করেছি। আমার কাছে যারা এসেছেন আমি কখনও তাদের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টাও করিনি।

বীর মুক্তিযোদ্ধা এম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর গফুর মন্ডল,মো: খয়বার হোসেন,আবুল কালাম আজাদ,বাবু শ্যামল কুমার শিকদার সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

(একে/এএস/নভেম্বর ২৯, ২০২৪)