নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় রাজধানী টিভির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।

বুধবার বিকালে নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এর সভাপতিত্বে রাজধানী টিভির নগরকান্দা- সালথা প্রতিনিধি শফিকুর রহমান মন্টুর আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল আবরার, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু,নগরকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন,নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সদস্য রেজাউল করিম সেলিম।

দৈনিক যুগান্তরের নগরকান্দা প্রতিনিধি মিজান বাবু, নগরকান্দা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিজানুর রহমান,দপ্তর সম্পাদক সাহিদুজ্জামান সাহিদ, দৈনিক ভোরের কাগজের নগরকান্দা প্রতিনিধি নিজাম নকিব, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মিজানুর রহমান,দৈনিক আমার সংবাদ এর নগরকান্দা প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ,দৈনিক ইনকিলাবের নগরকান্দা প্রতিনিধি আবু নাছের প্রমুখ,।আলোচনা সভায় বক্তারা রাজধানী টিভির কতৃপক্ষের উতরোত্তর সফলতা কামনা করেন।

(পিসি/এএস/নভেম্বর ২৮, ২০২৪)