মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সাথে মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে জেলা তথ্য অফিসের মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক।জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রিজভী জামান,মাগুরা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল সাত্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপূর্ব আকাশ, সেলিম রেজা, রাকিবুল ইসলাম, হাসিবুল, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থী, রোভার স্কাউটের সদস্যরা।

(বিএসআর/এএস/নভেম্বর ২৮, ২০২৪)