একে আজাদ, রাজবাড়ী : চাকুরী করার সুবাদে বাহিরে থাকতে হয়েছে। আপনাদের সাথে সেইভাবে সময় দেওয়া বা কথা বলা হয়ে ওঠেনি। এখন দীর্ঘ বছরের চাকুরীজীবন শেষ হয়েছে। এখন থেকে আপনাদের সাথে মিশবো। সুখে দুঃখে একসাথে থাকবো। মানুষের জন্য কাজ করতে হলে রাজনীতি করতে হবে এমন না। রাজনীতি না করেও মানুষের পাশে থাকতে চাই বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান।

আজ বুধবার নিজ গ্রাম রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের আলহ্বাজ আমজাদ হোসেন কলেজ মাঠে স্বর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছুদিন আগে খবরের কাগজে আমি সহ ২২ জন সেনা কর্মকর্তার পাসপোর্ট বাতিল ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রসঙ্গে সংবাদ প্রচার হয়েছে। বিষয়টি নিয়ে রাজবাড়ীর সহ সারাদেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে নিষেধাজ্ঞা দেওয়ার কারণ হলো, বিগত সরকারের আমলে দায়িত্বে থাকা কিছু সেনা কর্মকর্তাদের নিয়ম অনিয়ম নিয়ে অন্তবর্তীকালীন সরকার তদন্ত করছে। আমিসহ ২২ জন সেনা কর্মকর্তার বিষয়ে তদন্ত হবে। এই ২২ জনের মধ্যে কেউ সাক্ষী, কেউ অভিযুক্ত ও কারো বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বাংলাদেশে থাকা প্রয়োজন। এজন্য তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাই এই বিষয়টি নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না।

মতবিনিময় সভায় বিভিন্ন এলাকার কয়একহাজার মানুষ উপস্থিত ছিলেন।

(একে/এসপি/নভেম্বর ২৭, ২০২৪)