পাংশায় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পাশে দাঁড়ানোর আশ্বাস উপজেলা প্রশাসনের
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসনের। আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভায় এই আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা।
তিনি বলেন, 'পাংশায় গণঅভ্যুত্থানে যতজন আহত ও নিহত হয়েছেন তাদের পাশে সবসময় থাকবে উপজেলা প্রশাসন। যেকোন ধরণের সমস্যায় আমাকে জানালে তাৎক্ষনাৎ ব্যবস্থা নেওয়া হবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা'র সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এবাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মৎস কর্মকর্তা সাঈদ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা খোয়াজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফকির মোহাম্মদ নুরুল ইসলাম, পাংশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একে আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ২৪ এর জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত রাজিব খান, সোহান মন্ডল, রেজোয়ান হোসেনের মা রিপা রশিক, সমন্ময়ক প্রতিনিধি সাগর শিকদার, হাসিবুল ইসলাম শান্ত, উপজেলার সকল কর্মচারী-কর্মকর্তা সহ আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্য সহ সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
(একে/এসপি/নভেম্বর ২৭, ২০২৪)