চাটমোহরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে আ’লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুস সোবাহান এবং হান্ডিয়াল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান।
বুধবার (২৭ নভেম্বর) সকালে পাবনা ডিবি পুলিশ গুনাইগাছা ইউনিয়নের নতুনপাড়া থেকে গ্রেপ্তার করে আওয়ামী লীগ নেতা মোঃ নুরুল ইসলামকে। একই দিন সকালে চাটমোহর থানা পুলিশ মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের বাড়ি থেকে আটক করে আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহানকে। এছাড়া পুলিশ হান্ডিয়াল ইউনিয়নের ভেংড়ি গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে।
এদিকে আ’লীগ নেতা নুরুল ইসলামের গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক আইনে তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(এসএইচ/এসপি/নভেম্বর ২৭, ২০২৪)