নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : সত্যের সন্ধানে প্রতিদিন এই প্রতিপাদ্যকে  সামলে নিয়ে  ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। আজ বুধবার বিকালে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তনে জাকজমক অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার বুর‍্যো চীফ সাংবাদিক আজহারুল ইসলাম ফাহিম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত থাকতে না পারায় বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাটি ও মানুষ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফকরুল আলম বাপ্পী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফিকুল ইসলাম খান, অন্যান্যের মধ্য মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শিবলী সাদিক খান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক উর্মিবাংলা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক, বিভাগীয় প্রেসক্লাবের সাংবাদিক ও জাতীয় পার্টির নেতা মনির চৌধুরী দৈনিক বাংলা ৭১ এর বুর‍্যোচীফ নীহার রঞ্জন কুন্ডু, দৈনিক মুক্ত খবরের তসলিম সরকার, দৈনিক উর্মিবাংলা প্রতিদিনের সাংবাদিক রোকসানা আক্তার, সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ, সাংবাদিক শরৎ সেলিম, সাংবাদিক হেলেনা পারভীন, সহ অনেকেই।

প্রধান বক্ত্যা হিসেবে জনাব ফকরুল আলম বাপ্পী চৌধুরী বলেন, এই পত্রিকাটি অত্যান্ত জনপ্রিয় ও জনবান্ধব। বিগত ২৫ বছরে পত্রিকাটি জনগনের কথা লিখে জনসাধারণের সাথে সব সময় পাশে ছিল, আগামীতে থাকবে বলে আশা রাখি।

ওসি সফিকুল ইসলাম বলেন, আমি এই থানায় নুতন যোগদান করেছি। তারপরও আমি সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি, কারণ ময়মনসিংহ অনেক বড় এলাকা আপনারা তথ্য দিয়ে আমাকে সাহায্য করবেন বলে আশা করি। এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার জন্মদিনে শুভকামনা জানাচ্ছি।

অন্যান্যর মধ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন শিবলী সাদিক খান, সুমন ভৌমিক, নীহার রঞ্জন কুন্ডু প্রমুখ। কেক কাটা ও মিষ্টি খাওয়ানোর মধ্যে দিয়ে অনুষ্টান সমাপ্তি ঘোষণা করা হয়।

(এনআরকে/এসপি/নভেম্বর ২৭, ২০২৪)